খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় ৭ শতাধিক পাহাড়িদের মাঝে রান্না করা খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত দুর্গত এলাকার মানুষের মাঝে সহযোগীতা প্রয়োজন খাগড়াছড়ি রিজিয়ন করে যাবে। যতই দুর্গম বা প্রত্যন্ত এলাকা হোক সেনাবাহিনী সহযোগিতা পৌঁছে দেবে।
টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যার পরিস্থিতি চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন প্রায় বিপন্ন হয়ে পড়েছে। এবার চতুর্থবারের মতো বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে জেলার লক্ষাধিক মানুষ। তাদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যত্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। একইভাবে মহালছড়ি, দীঘিনালায় ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
বিডি-প্রতিদিন/শআ