দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দরের আমতলী বাজার এলাকায় একটি ট্রাক উল্টে গিয়ে রাস্তার পাশে খালে পড়ে চালক বিপু রায় (২৪) নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলীবাজারের সন্নিকটে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দিনাজপুরের ফুলবাড়ি থেকে একটি ট্রাক দিনাজপুরে যাওয়ার পথে চিরিরবন্দরের আমতলী বাজারের পাশে পৌঁছলে ট্রাকটি মহাসড়কের পাশের একটি খালে পড়ে যায়। এতে ট্রাকচালক বিপু রায় (২৪) চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
চিরিরবন্দর থানার উপ পরিদর্শক হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ