বাংলাদেশ জামায়াতে ইসলামী- খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শনিবার জেলার বিভিন্ন স্থানে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় শাখার সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।
এছাড়াও বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা নায়েবে আমীর অধ্য আবুল হোসেন, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল মান্নান, ছাত্র শিবিরের জেলা সভাপতি মুহাম্মদ মাইনউদ্দিন, সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ