জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতের বাতিলকৃত নিবন্ধন ফিরে পাওয়া সাংবিধানিক অধিকার। অন্যায়ভাবে ও বেআইনীভাবে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে আমাদের নিবন্ধন বাতিল করা হয়। এসময় তিনি বাতিলকৃত নিবন্ধন ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। এছাড়াও জামায়াত দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এসময় জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমি মাওলানা আবু জার গিফারী, সেক্রেটারী আবু বকর, সহ- সেক্রেটারী আবুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা আমির আব্দুল আলীম, সেক্রেটারী গোলাম রাব্বানীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল