নাটোরের বড়াইগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার কুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সাবেক ইউপি সদস্য তাছের উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পিপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, বিএনপি নেতা মঞ্জুর রহমান, আব্দুল খালেক, সাদেক হোসেন ও মনির হোসেন বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম