ভোলার চরফ্যাশনে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার ওপর হামলা, ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবিতে শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ প্রতিদিন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি আবু সিদ্দিক এর সভাপতিত্বে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আলহাজ কামাল হোসেন মিয়াজী, কালেরকণ্ঠ চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, কামরুল সিকদার, যায়যায় দিন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক অশোক সাহাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম