নোয়াখালীতে পানিবন্দি লাখ লাখ মানুষ। বন্যায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। কয়েকদিন বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
শনিবার দুপুরে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে জাতীয়তাবাদি দল বিএনপি, ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনে পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এসময় কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক লিয়াকত আলী, শহর বিএনপির সভাপতি আবু নাসের, ডা. মাসুম আক্তার, ডা. ছালা উল্যাহ, বিএনপি নেতা মোস্তাক আহামেদ স্বপন ও সদর হাসপাতালের নার্স এসোসিয়শনের সভাপতি ফারুকসহ বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে থাকা বানবাসীরা সরকার সহ সবাইকে সহযোগিতার দাবী জানান।
বিডি প্রতিদিন/এএম