নাটোর লালপুরে পুকুরের পানিতে ডুবে রিফাত (২) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই শিশুটি একই গ্রামের রাকিবুলের ছেলে।
জানা যায়, স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএ