ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির আহবায়ক এবি সিদ্দিকুর রহমান উপজেলার দক্ষিণাঞ্চলের আটটি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার দুপুরে উপজেলা সদর থেকে বিশাল মোটরশোভাযাত্রা নিয়ে রওনা হয়ে গফরগাঁও ইউনিয়ন, লংগাইর, উস্থি, দত্তেরবাজার বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান আরো কয়েকটি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের অপশক্তি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর খায়রুল, যুগ্ম আহবায়ক আবু সাঈদ মাষ্টার, শহিদুর রহমান, জালাল উদ্দীন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল