ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ সকল মিডিয়া হাউজে হামলা, ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে গাইবান্ধায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক। প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজসেবী শাহাদাত হোসেন সুজা, সিনিয়র সাংবাদিক রেজাউন্নবী রাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি যায়যায় দিনের প্রতিনিধি শফিউল ইসলাম, কালবেলা প্রতিনিধি নেয়ামুল ইসলাম পামেল, সময় আলোর প্রতিনিধি কায়সার রহমান রোমেল, সাপ্তাহিক চলমান জবাবের ভারপ্রাপ্ত সম্পাদক রজতকান্তি বর্মন, বাংলাভিশন টিভির প্রতিনিধি ফিরোজ কবীর মিলন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম মিলন, মিজানুর রহমান রাজু, শাহীন নুরী প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন দৈনিক মাধুকরের স্টাফ রিপোর্টার আবু সায়েম, আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, বণিক বার্তার প্রতিনিধি আতিকুর রহমান আতিকসহ আরও অনেকে। পরে সমাবেশের সভাপতি কেএম রেজাউল হক মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার অধিকার লাভের প্রত্যয় ঘোষণা করে উপস্থিত সাংবাদিকদের শপথ বাক্য পাঠ করান।
বিডি প্রতিদিন/এমআই