চাঁপাইনবাবগঞ্জের পশ্চিম পাঠানপাড়া থেকে দুই কেজি গাঁজাসহ রবিউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
আটককৃত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন বাজার মহল্লার সিরাজুল ইসলামের ছেলে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পশ্চিম পাঠানপাড়া এলাকা থেকে তাকে আটক করেন র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানায়, আটককৃত রবিউল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার মাদক নিয়ে আটক হন রবিউল। ছাড়া পাওয়ার পর আবারও মাদক ব্যবসা শুরু করেন তিনি।
বিডি প্রতিদিন/একেএ