মাগুরায় ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। এছাড়া সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, সাধারণ সম্পাদক উজ্জল কুমার দত্ত প্রমুখ।
আয়োজকরা জানান, দেশের একটি অংশ বন্যাকবলিত হওয়ায় এ বছর জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। আনুষ্ঠানিকতার খরচ কমিয়ে সে টাকা বনার্তদের জন্য পাঠানো হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত