বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা।
সোমবার বিকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা ও স্মরণসভার আয়োজন করে জামায়াতে ইসলামী।
জেলার ১০ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ঢাকায় কর্মরত শিক্ষার্থীসহ শ্রমিক নিহত ১০ জনের পরিবারকে প্রতি জনে নগদ দুই লাখ করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী, চারজন শ্রমিক, ব্যবসায়ী, ভ্যান চালক, মালয়েশিয়া প্রবাসী ও রাজমিস্ত্রি ছিলেন।
এসময়য জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী ও বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক মাওলানা এনামুল হক শহিদদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
বিডি প্রতিদিন/এমআই