কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত চেয়ারম্যানদের ক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব পালনে কর্মকর্তা নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়ের স্মারকমূলে উপজেলা প্রশাসন এ নিয়োগ প্রদান করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ১৮ ইউনিয়নের মধ্যে ১৬ ইউনিয়ন পরিষদে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রদান করা হয়েছে। বরইতলী ও খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্মস্থলে উপস্থিত থাকায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়নি।
বিডি প্রতিদিন/এমআই