বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেরপুর জেলা কারাগার হতে দুষ্কৃতকারী কর্তৃক হামলার পরিপ্রেক্ষিতে কারাগার থেকে পলাতক সকল কারাবন্দিকে সংশ্লিষ্ট আদালত অথবা নিকটস্থ থানায় আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন শেরপুর জেলা ম্যাজিস্ট্রেট(ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম।
দুপুরে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জেলা ম্যাজিস্ট্রেট জারি করেছেন। আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিকাল বেলায় জেলা কারাগার ভাঙচুর করে কয়েক হাজার জনতা। পরে কারাগারের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় কারাগারে থাকা ৫২৭ জন আসামি পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম