নাটোর লালপুরের পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি আক্তারীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করেন ওই স্কুলের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য আমরা এক দফা আন্দোলন করছি। মতামত,পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি আক্তারী বলেন, আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ