কুড়িগ্রামে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ফুলবাড়ী নওদাবশ গ্রামের মাদক কারবারি মো. নুর আলম (৪৫)কে বুধবার গ্রেফতার করা হয়েছে। পরে বুধবার সকালে থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হলে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম