যৌথ বাহিনীর অভিযানে মাগুরায় দুইটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার সকালে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান নতুন পুলিশ সুপার মিনা মাহমুদা।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ এলাকা থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শাটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় কেউ গ্রেফতার হয়নি বলে তিনি জানান।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি অনুরোধ করে বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন।
বিডি প্রতিদিন/এমআ্