বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে নাগরিক ঐক্যের নাম ব্যবহার করে হুমকি ও চাঁদাবাজি করা হচ্ছে। এমন ঘটনায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সাব্বির, সিহাব, সুমাইয়া মোস্তাকিম, নয়ন ইসলাম প্রমুখ।
অভিযোগে বলা হয়, হাজার শহীদ ও রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করার জন্য শিবগঞ্জে একটি চক্র উপজেলার বিভিন্ন অফিসে নাগরিক ঐক্যের নাম ব্যবহার করে হুমকি ধামকি প্রদান ও চাঁদাবাজি করছে। এ সমস্ত অফিসে গিয়ে শোনা যায় নাগরিক ঐক্যর নামে ৭ থেকে ৮ জনের একটি টিম এসব করছে।
সুন্দর দেশ ও উপজেলা বিনির্মাণে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়।
শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা বলেন, আমরা এ ধরনের চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নই। কেউ এমন প্রমাণ দেখাতে পারলে দল করা ছেড়ে দিবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত