জামালপুর টু ঢাকা রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস চালু করেছে জামালপুরের জেলা প্রশাসন। বুধবার বিকালে শহরের ফৌজদারী মোড়ে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মো: শফিউর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ কুমার, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, এম.এ জলিল প্রমুখ বক্তব্য রাখেন।
দীর্ঘদিন থেকে বাস মালিকদের সিন্ডিকেটের কারনে জামালপুরে ভালো মানের বাস সার্ভিন ছিলোনা, ফলে সড়ক পথে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগের শিকার হয়ে আসছিলো। এর প্রেক্ষিতে সনাক-টিআইবির ইয়েস গ্রুপের সদস্যরা বিআরটিসিসহ উন্নত বাসসেবা চালুর পাশাপাশি এই যাত্রী হয়রানী, নৈরাজ্য ও দুর্নীতি বন্ধের বাদিতে আন্দোলন শুরু করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক বিআরটিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে প্রাথমিকভাবে বিআরটিসির দুটি এসি বাস জামালপুর-টাঙ্গাইল-ঢাকা রুটে চালুর সিদ্ধান্ত হয়। বাস দুটি জামালপুরের ফৌজদারী থেকে সকাল ৭টায় এবং রাত ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বিডি প্রতিদিন/এএম