চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মানুষ আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগপূর্ণ এমন পরিস্থিতিতে এ এলাকার মানুষের জীবিকা নির্বাহ অন্তত কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এই অঞ্চলটি চাঁদপুরের শেষ প্রান্তে হওয়ায় এখানে সরকারি বা বেসরকারি কোন সহায়তা এসে পৌঁছায়নি।
তাই হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুরের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত গরিব, অসহায়, দিনমজুর ও জেলে পরিবারদের সহায়তায় এথিক্যাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটির পক্ষ থেকে ৩৭৩ পরিবারকে খাদ্য-দ্রব্য সহায়তা ও ৫৫ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।