নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের রায়পুর গ্রামের তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল ওই এলাকার মুরসিদ মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে ঘরে বৈদ্যুতিক সিলিং ফ্যান লাগাচ্ছিলেন কামাল। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, কামাল মিয়ার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ