চট্টগ্রামের কালুরঘাট সেতুতে অতিরিক্ত গতি নিয়ে চলা চাঁদের গাড়ি রেলিং ভেঙে কর্ণফুলী নদীতে পড়ে যায়। শনিবার রাত ২টার দিকে সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ির চালক ও হেলপার নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগর থেকে পণ্য নিয়ে গাড়িটি বোয়ালখালী যাওয়ার পথে সেতু ফাঁকা পেয়ে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রেলিংয়ে ধাক্কা দিলে তা ভেঙে নদীতে পড়ে যায়। পরে গাড়ির চালক ও সহকারিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে জিপটি উদ্ধার করা হয়নি।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা গাড়িতে থাকা দুই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। তবে নদীর স্রোত বেশি থাকায় গাড়ি উদ্ধারে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।
জানা যায়, কালুরঘাট সংস্কারকাজ চলমান থাকায় সেতুতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। কিন্তু গত ৬ আগস্ট থেকে নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চলাচল শুরু করে। এখনও শেষ হয়নি কার্পেটিং এর কাজ। ২ সেপ্টেম্বর সিগন্যাল না মেনে সেতুতে ওঠে যায় কয়েকটি মোটরসাইকেল। এ সময় সেতুর মাঝ বরাবর চলে আসে তেলবাহী একটি ট্রেন। গতি কম থাকায় মোটরসাইকেল চালকরা পিছু হটলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। নিয়ম না মেনে সেতু দিয়ে গাড়ি চলাচল করার ফলে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। বর্তমানে যানবাহন ফেরি দিয়ে নদী পারাপার হয়।
তবে সেতু কর্তৃপক্ষ বলছে, সেতুতে গাড়ি চলাচল না করতে নিরাপত্তারক্ষীরা দায়িত্বে আছেন। তবুও মানুষ জোর করে গাড়ি নিয়ে উঠে যায়। আর ঘটনাটি ঘটেছে রাতে। তখন নিরাপত্তীরক্ষী কম ছিল।
বিডি প্রতিদিন/হিমেল