চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক ব্যক্তিকে ‘ক্রসফায়ারের নামে’ হত্যার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকসহ পাঁচজনের নামে মামলার আবেদন করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক, র্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মো. মোরশালীন।
বৃহস্পতিবার দুপুরে আবুলের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে এই মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন।
বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র্যাব-পুলিশ সদস্যরা। পরের দিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে মামলা দায়ের করতে পারেননি বলে আরজিতে উল্লেখ করেছেন বাদী জুলেখা বেগম।
বিডি প্রতিদিন/এমআই