কুষ্টিয়া কারাগার থেকে পালানো আরো ৩ আসামিকে ধরেছে র্যাব। কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছে র্যাব। র্যাব কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাত ১০টায় দৌলতপুর থানাধীন তারাগুনিয়া বাজারপাড়া এলাকা থেকে পলাতক আসামি মোঃ লিখন আলীকে গ্রেফতার করে তারা।
লিখন তারাগুনিয়া বাজারপাড়ার মোঃ লিয়াকত আলীর ছেলে। রাত ১২টা ১০ মিনিটে তারা তারাগুনিয়া কাচারীপাড়া থেকে মোঃ সোহেল রানাকে ধরতে পারে। সে ওই এলাকার আব্দুল গাফফারের ছেলে। সবশেষ রাত ২টায় দৌলতপুর থানাধীন রিফায়েতপুর গ্রাম থেকে মোঃ মেহেদী হাসানকে ধরে র্যাব। সে ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। গ্রেফতার করা আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার ভেঙ্গে যে ৯৮ জন কারাবন্দি পালিয়েছিল এরা তাদের মধ্যে ছিল। এর আগেও পলাতক ওই আসামিদের গ্রেফতার করেছে র্যাব।
বিডি প্রতিদিন/এএ