টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন জ্যোৎস্না আক্তার। তিনি উপজেলার কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানায় ওই স্কুল ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর আগে তিনি গত ২০২২ ও ২৩ সালেও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং টাঙ্গাইল জেলা পর্যায়ে সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবেও নির্বাচিত হয়েছিলেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, স্কুল, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নিত্যনৈমিত্তিক কাজের মূল্যায়ন এবং তাদের উদ্বুদ্ধ করতে একটি কমিটির মাধ্যমে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়। সেই বিশ্লেষণে জ্যোৎস্না আক্তার তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন।
সহকারী শিক্ষক জ্যোৎস্না আক্তার বলেন, শিক্ষক হিসেবে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কাজের মূল্যায়নের প্রক্ষিতে পরপর তিনবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত।
কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সিরাজ বলেন, জ্যোৎস্না আক্তার এই স্কুলে যোগদান করার পর থেকেই আমি লক্ষ্য করেছি সে যথেষ্ট যত্নশীল ও দায়িত্বশীল শিক্ষক। শিক্ষার্থী ও অভিভাবক সাথে তার ভালো একটা সুসম্পর্ক। পরপর তিনবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া আমরা খুবই আনন্দিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাফিউল করিম বলেন, প্রতি বছরের মতো এ বছরেও কাজের মূল্যায়নের ভিত্তিতে একটি শ্রেষ্ঠ স্কুল, একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক ও একজন সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচন করা হয়েছে। এ বছরেও পরপর তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন জ্যোৎস্না আক্তার।
বিডি প্রতিদিন/এএ