সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাড়ে ১৯ লাখ ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ হৃদয় মিয়া (২৫) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো. সুরুজ আলমের ছেলে। আইনি প্রক্তিয়া শেষে শুক্রবার সকালে তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্র জানিয়েছে।
বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ হৃদয় মিয়া আটক করে বিজিবি। সে চোরাচালান চক্রে জড়িত।
উল্লেখ্য, এর এক দিন আগে ওই সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সময় ইলিশের একটি বড় চালান আটক করে বিজিবি।
বিডি প্রতিদিন/এএম