মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী দু’জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন।
এর আগে রাত সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় গোমতী-মেঘনা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলর চালক চাঁদপুর কচুয়া উপজেলার পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাসভীর আহম্মেদ (২৬) মোটরসাইকেলের অপর আরোহী একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৫)।
বিডি প্রতিদিন/এএম