চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের উপর পাহাড় ধসে পড়েছে। টানা দুই দিন ধরে অতি বৃষ্টির ফলে এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গাইন্যাকাটা এলাকায় রেললাইনের উপর এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
চকরিয়া স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী জানান, রেললাইনের উপর ধসে পড়া মাটি অপসারণ করে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। রাত ৮ টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারবে বলে তিনি নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল