কুষ্টিয়ার কয়ায় গড়াই নদীর ওপর রেল সেতুতে ঝুলছে একটি অজ্ঞাত পরিচয়ের মরদেহ। রেলওয়ে পুলিশ সেতুর ওপরে উঠলেও মরদেহ নামাতে পারেনি। তারা সহায়তা চেয়ে ফায়ার সার্ভিসকে ডেকে পাঠিয়েছে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশ থানার ওসি হারুন অর রশিদ মৃধা জানান, রবিবার সকাল ১০টার দিকে একজন সাংবাদিক খবর দেন যে গড়াই রেল সেতুতে একটি লাশ ঝুলে আছে। খবর পাওয়ার পর সাড়ে ১১টার দিকে সেখানে একজন অফিসারসহ ফোর্স পাঠানো হয়। গড়াই রেল সেতুর রেল লাইনের নিচ থেকে বর্ধিত একটি লোহার অ্যাঙ্গেলের ওপর উপুড় হয়ে ঝুলে আছে একজন পুরুষের মরদেহ। এটি উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
লাশের পরিচায় বা কিভাবে এখানে ঝুলেছে, রিপোর্ট লেখা পর্যযন্ত তা জানা যায়নি বলে জানিয়েছেন ওসি।
বিডি প্রতিদিন/একেএ