গাইবান্ধার গোবিন্দগঞ্জের আলহাজ¦ আছাব আলী ফাজিল মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে লেখাপড়া না করানোসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে অভিভাবকরা। এতে শিক্ষার্থী ও স্থানীয়রাও অংশগ্রহণ করেন।
রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মহিমাগঞ্জের জগদীশপুর এলাকায় ওই মাদ্রাসার সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আলহাজ¦ আছাব আলী ফাজিল মাদ্রাসাটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে বিগত কয়েক বছরে লেখাপড়ার মান অনেক নিচে নেমে গেছে। বর্তমানে ছাত্রদের পাশাপাশি শিক্ষকরাও নিয়মিত মাদ্রাসায় আসেন না। তারা অভিযোগ করেন, সরকারি বেতনভাতা উত্তোলন করলেও ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার বাড়ানো বা ক্লাশ নিশ্চিতকরণে তারা কোন ভূমিকা পালন করেন না। বর্তমানে এখানে লেখাপড়ার মান একেবারে তলানিতে ঠেকে গেছে। কর্মসূচিতে ঐতিহ্যবাহী এই মাদ্রাসায় শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা ও লেখাপড়ার মান বৃদ্ধি না করা হলে চাকরি ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয়।
অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন জুলফিকার আলী, টিটন, ফুল মিয়া, নবাব আলী, শান্ত প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ