ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ ১০ জন আহতের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লেমুয়া-ছনুয়া রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হামলায় সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন শিমুল, কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল আলম সৌরভ, গণমাধ্যম কর্মী জাহিদুল আলম রাজন ও এম কাওসার আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের অনুসারীরা ছনুয়াতে যায়। সেসময় সাবেক ছাত্রদল নেতা আহসান সুমন ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা নিজাম গ্রুপের সদস্যরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের অনুসারীদের কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে ফেনী প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি এম সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। এ সময় বক্তারা হামলাকারী আহসান সুমনকে চিহ্নিত মাদক কারবারি আখ্যায়িত করে তাকেসহ হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ