কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে কাভার্ডভ্যানের চাপায় ওমর ফারুক নিলয় (২২) নামক মেরিন একাডেমির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) লাকসাম পৌরশহরের নশরতপুর মৌসুমী ফার্নিচারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক নিলয় (২২) চট্টগ্রাম মেরিন একাডেমীর শেষ বর্ষের শিক্ষার্থী। সে লালমাই উপজেলার রসুলপুর গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী ওমর ফারুক নিলয় লালমাই থেকে লাকসাম যাচ্ছিলেন। এসময় একই অভিমূখী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে অতিক্রমকালে রিকশার ধাক্কায় সে মিঃ নুডুলসের একটি কভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট ১৪-১৪২১) পেছনের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম