ভারতের পাচার চেষ্টাকালে কুমিল্লায় ৩৫টি বক্সে ৮৫০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকা থেকে এসব ইলিশ উদ্ধার করা হয়।
১০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁনপুর ব্রিজ এলাকা থেকে ১০ বিজিবির সদস্যরা এসব ইলিশ জব্দ করেছেন। ৩৫ টি বক্সে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এসব ইলিশ। বিজিবি আসার খবর পেয়ে আসামিরা ইলিশ ফেলে পালিয়ে যায়। ৮৫০ কেজি ইলিশ মাছের বাজার মূল্য নয় লক্ষ বায়ান্ন হাজার টাকা। এসব ইলিশ বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল