বগুড়ার নন্দীগ্রামে কীটনাশক দোকানে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে গেছে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এসময় দোকানে থাকা মালামাল পুড়ে যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত কেউ আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এমআই