কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে ফারজানা আক্তার নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ফারজানা আক্তার ভিটিপাড়া এলাকার সৌদি প্রবাসী আবদুল হাকিমের কন্যা ।
মৃতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটির মা রান্না ঘরে কাজ করছিলেন। একপর্যায়ে মায়ের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায় সে। অনেক খোঁজাখুজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে ।
বিডি প্রতিদিন/এএম