কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতভিটা রক্ষার দাবিতে আবারো কুষ্টিয়া-ইশ্বরদী জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল ১০টা থেকে শুরু করে ৩ ঘন্টা চলা এ কর্মসূচীতে ভাঙন কবলিত সহস্রাধিক নারী/পুরুষ অংশ নেয়। কর্মসূচি চলাকালে ১০ মাইল মুন্সিপাড়া নামক স্থানে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের দুই প্রান্তে কয়েকশ যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে একই দাবীতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৮ মাইল নামক স্থানেও মহাসড়ক বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভাঙন কবলিত এলাকার মানুষ। পরে মিরপুর উপজেলার নির্বাহী অফিসার বিবি করিমন্নেছা ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ ছেড়ে দেন এলাকাবাসী।
বেশ কয়েকদিন ধরে ভাঙন থেকে রক্ষা পেতে বিক্ষোভ, সড়ক অবরোধ, পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করে আসছে ভুক্তভোগীরা।
উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলার ৪ ইউনিয়নে পদ্মা নদীতে ব্যপক ভাঙন দেখা দিয়েছে। চরম আতংকে দিন কাটাচ্ছে এসব এলাকার হাজার হাজার মানুষ। ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে কয়েকশ’ হেক্টর ফসলি জমি। চরম হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বসতবাড়ি, কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কসহ জাতীয় গ্রিডের কয়েকটি বিদ্যুতের টাওয়ার।
বিডি প্রতিদিন/এএম