গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১১ বোতল বিদেশি মদসহ প্রিয়তম চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গজারিয়া ইউনিয়নের টি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার প্রিয়তম চৌধুরী ওই ইউনিয়নের বাউশি এলাকার মাহাঙ্গি লাল চৌধুরীর ছেলে।
এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, প্রিয়তম চৌধুরীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূল করতে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই