গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে চুবিয়ে সাত বছরের এক শিশু কন্যাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ওই শিশুর সৎমা ইশাত বেগমকে আসামি করে মামলা করা হয়েছে।
নিহত শিশু রাফিয়া দরবস্ত ইউনিয়নের দরবস্ত কানিপাড়া এলাকার রানা মিয়ার কন্যা।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারেকুল ইসলাম। এর আগে বুধবার রাতে অভিযুক্ত ইশাত বেগমকে সৎ মেয়েকে হত্যার অভিযোগে আটক করে পুলিশ।
নিহত শিশুর স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বিকাল ৪টার দিকে গোসল করার কথা বলে শিশু রাফিয়াকে সৎমা ইশাত বেগম বাড়ির পাশের পুকুরে নিয়ে যায়। গোসল করানোর সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ইশাত বেগম রাফিয়াকে তার দু’পায়ের মাঝে আটকে পুকুরের পানিতে চুবিয়ে রাখে। এসময় পুকুর পাড়ে থাকা লোকজন বিষয়টি দেখে ফেলায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, শিশুটি হত্যা অভিযোগে শত শত বিক্ষুব্ধ গ্রামবাসী সৎ মাসহ বাড়িটি ঘেরাও করে রাখে। খবর পেয়ে রাতে শিশুটির সৎ মা ইশাত বেগমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় মামলা করেন নিহত শিশুর বাবা রানা মিয়া।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) তারেকুল ইসলাম বলেন, এঘটনায় ওই শিশুর সৎমা ইশাত বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত