চুয়াডাঙ্গায় সংক্ষিপ্ত সিলেবাসে বার্ষিক পরীক্ষা গ্রহণের দাবি করে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। একপর্যায়ে শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি বিবেচনা করে ঘটনাস্থলে আসেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিস মমতাজ। বেলা ১টার দিকে এই দুই কর্মকর্তার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে।
মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে শহরের ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা বলেন, এ বছর বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে তাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সব বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় তারা পুরোপুরি অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। এ কারণে আসন্ন বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে গ্রহণ করার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এমআই