শরীয়তপুরে পানিতে ডুবে আয়ান (২২ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কাকইসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়ান কাকইসার গ্রামের প্রবাসী মো. সাগর আহমেদ ও আফরোজা বেগম দম্পত্তির ছেলে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু আয়ান প্রতিদিনের মতো শুক্রবার সকাল থেকে খেলা করতেছিল। হঠাৎ সে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এরপর দুপুর ১টার দিকে আয়ানকে পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয় ও তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ