গাইবান্ধা শহরে ঘাঘট লেক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা পৌরসভার উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শহরের ঘাঘট লেকে প্রথম অভিযান শুরু করলাম। লেকে কচুরি পানা জমে থাকায় শহরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। লেক পরিষ্কার রেখে পানির স্রোত অব্যাহত রাখতে পারলে পৌর শহরে কোন ময়লা পানি জমতে পারবেন না। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলানো থেকে সাধারণ জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন. সদর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া ও পৌরসভার কাউন্সিলরসহ অন্যরা।
উল্লেখ্য গাইবান্ধা শহরের মধ্য দিয়ে প্রবাহিত এই ঘাঘট লেকটি দীর্ঘদীন যাবৎ অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় কচুরিপানায় ভর্তি ও আবর্জনায় স্তপের কারণে দুর্গন্ধ ছড়ায় এবং মশার প্রজনন ঘাটি হিসেবে দেখা দেয়। এই অবস্থার অবসান ঘটাতে লেকটি পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল