গণঅধিকার পরিষদের উদ্যোগে নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসন ও অবৈধভাবে দখলকৃত খাল পুনরুদ্ধার এবং পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন ও সমাবেশ করে জেলা গণঅধিকার পরিষদ।
জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গনি রুবেল, খলিল উল্লাহ রাজু ও ওমর ফারুকসহ অনেকে।
এই সময়ে বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াখালীতে যা হয়েছে, তা বন্যা নয়, বরং এটি জলাবদ্ধতা। গত ১৬ বছরে বিগত সরকার দলীয় নেতাকর্মীরা অবৈধভাবে খাল ও বিভিন্ন জায়গা দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। যার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। তারা এক সপ্তাহের মধ্যে অবৈধ খাল উচ্ছেদ করে পানি চলাচলের পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের নিকট দাবি জানান। অন্যথায় ছাত্রজনতা মিলে ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল