গণঅধিকার পরিষদের উদ্যোগে নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসন ও অবৈধভাবে দখলকৃত খাল পুনরুদ্ধার ও পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন ও সমাবেশ করে জেলা গণঅধিকার পরিষদ।
জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গনি রুবেল, খলিল উল্যা রাজু ও ওমর ফারুকসহ অনেকে।
বিডি প্রতিদিন/এএ