বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিকালে লুৎফর রহমান সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আজিজ তালুকদার বাবুল (৪৮)। তিনি লুৎফর রহমান সড়কের বাসিন্দা কান আলীর ছেলে। অভিযানে সাউন্ড বক্সের ভেতরে সু-কৌশলে লুকানো ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক সগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মাদক উদ্ধারের ঘটনায় বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল