অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাসসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের মধ্যে একজন পাচারকারী, একজন নারী ও দুই পুরুষসহ ৩ জন রোহিঙ্গা এবং ছয় বাংলাদেশি নাগরিক (একজন নারী ও পাঁচজন পুরুষ) রয়েছে।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা টহল জোরদার করে। এসময় ওই এলাকা থেকে তিনজন রোহিঙ্গা ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ ১০ জনকে আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃত ব্যক্তিরা ঝিনাইদহ, বাগেরহাট ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ