বরিশালের ভোলায় ডেঙ্গু আক্রান্তর নারীর মৃত্যু হয়েছে। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এ নিয়ে এ বছর বরিশাল বিভাগে ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগী নাজমা বেগম (৪৮) ভোলার দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন, গত শুক্রবার ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে নাজমাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন ওই নারী।
স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী , গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬ জেলা সদর ও দুই মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আক্রান্ত হয়ে ৬৫ জন ভর্তি হয়েছে। এ নিয়ে গত ১ জানুয়ারী থেকে রোববার পর্যন্ত দুই হাজার ২৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ১৯৫ জন।
এর মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিসাধীন রয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাাতালে ৫১ জন। এছাড়া বরগুনা হাসপাতালে ৪৮, ভোলায় ২২, পিরোজপুরে ২১, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮, পটুয়াখালী জেলা হাসপাতালে ১৭, বরিশাল সদর হাসপাতালে ১৬ ও ঝালকাঠি সদর হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম