টাঙ্গাইলের সখীপুরে শিয়ালের কামড়ে নারীসহ ৮ জন আহত হয়েছে। রবিবার সকালে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে বলে জানায় তাদের স্বজনরা। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার বানিয়ারছিট ও মাচিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হল মাচিয়া গ্রামের ইঞ্জিনিয়ার আল আমীন(২৮) তার মা রোকেয়া বেগম (৫০), শরীফ মিয়া (৩০), জুলহাস মিয়া (৩২), আসলাম(২০), শাহিন (১৯), আব্দুল আলীম (৫৫) ও আনিস (৪০)। আল আমীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে য়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাচিয়া এলাকায় রাতে বেলায় একটি শিয়াল কয়েকজন নারী-পুরুষকে কামড় এবং আচড় দেয়। এসময় শিয়ালটি জনতার ধাওয়া খেয়ে আনুমানিক রাত ৩ টার দিকে বানিয়ারছিট বাজারে আসে। বাজারের নৈশপ্রহরী আব্দুল আলীমকে (৫৫) কামড় দিলে উপস্থিত আরেক নৈশপ্রহরী সেই শিয়ালকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. মনিরুল ইসলাম জানান, আহতদের সবাই চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম