গাজীপুরের কালিয়াকৈরে রবিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় আনন্দ র্যালি করেছে। র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাসপাস এলাকায় এসে শেষ করেন।
পরে সংক্ষিপ্ত একটি সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা গণআধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর রহমান বিপ্লব। এ সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গাজীপুর জেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক পাঠান আজাহার, গণঅধিকার পরিষদের গাজীপুর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, সহ গণআধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা।