ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় ৩০০ পিস কম্বলসহ তামীম হোসেন (২৪) ও রাসেল মিয়া (২২) নামে দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার সকালে কিলো-১০ ডিউটিতে নিয়োজিত এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নব যোগদানকারী ওসি মো. আব্দুল হাদীর দিক-নির্দেশনায় এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসান। পরে একটি কার্ভাডভ্যান চেক করার সময় ভারতীয় ৩০০ পিস কম্বলসহ গাড়িতে থাকা আসামি মো. তামীম হোসেন ও মো. রাসেল মিয়াকে আটক করে পুলিশ।
তামীম মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন বাজার এলাকার মৃত সোহেল হোসেন ও বিথী আক্তারের পুত্র, আর রাসেল কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম ও আছিয়া বেগমের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের নামে মামলা রুজু করা হয়েছে। এরপর সোমবার বিকালে তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই